তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রামে গরুর খাবার হিসেবে মজুদ রাখা চারটি খড়ের গাদায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা। কৃষকের খড় পুড়ে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।
গত সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভাটরা আকন্দপাড়া এলাকায় খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করা হয়নি। ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম অপি জানান, তিনি ৫টি গরু পালন করছেন। আমন ও ইরি মৌসুমে খড়গুলো মজুদ করে রাখেন। প্রতিদিন গরুগুলোকে সেই খড় খেতে দিতেন। হঠাতই রাতের আধাঁরে কে-বা কাহারা মজদু রাখা খড়ের গাদাগুলোতে আগুন ধরিয়ে দিয়ে গরুর খাবার নষ্ট করেছে।
ওই কৃষকের ভাই আব্দুস সালাম বেদার দাবি করেন, পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। মবিল ঢেলে খড়ের গাদাগুলোতে আগুন দিয়েছে। পরিবারের লোকজন টেরপেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবুও গরুর খাবার রক্ষা করা যায়নি। মবিলের কারণে মুহুর্তের মধ্যে খড়গুলো পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুনে কৃষকের প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়। মাঠে এখনো সরিষার আবাদ শেষ হয়নি। ইরি আবাদ এখনো অনেক দেরি। যেকারণে গরুগুলোর খাবার নিয়ে চিন্তিত কৃষক রফিকুল। তিনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও কৃষি বিভাগের সহায়তা চেয়েছেন।
এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম বলেন, খড়ের গাদায় আগুনের ঘটনটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Subscribe to get the latest posts sent to your email.