তানসেন আলী মন্টু বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে বিএনপি ও জামায়াতের ডাকা চলমান অবরোধ বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার দিনব্যাপী গুরুত্বপূর্ণ এলাকা ও মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় মহড়া দিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। বিকেলে পৌর সদরের বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্বরে উন্নয়ন ও শান্তি সমাবেশ করে যুবলীগ।
দেশে চলমান অবরোধে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে সহিংসতা সৃষ্টি করে যারা নাশকতা করছে, যানবাহনে আগুন দিচ্ছে, পেট্রোল বোমা মারছে, তাদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে সমাবেশে বক্তব্য দেন প্রধান অতিথি আনোয়ার হোসেন রানা এলএলবি।
উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুকুল মিঞা, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগ নেতা সরফুল হক, শামীম শেখ, শফি উদ্দিন, স্বপন চন্দ্র মহন্ত, ফারুক কামাল, পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, যুবলীগ নেতা এমআর জামান রাসেল, আমিনুল ইসলাম বেনজির, জিল্লুর রহমান রয়েলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।