তানসেন আলী মন্টু বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে মুখে মাস্ক ও মাথায় হেলমেট দিয়ে মহাসড়কে ঝটিকা মিছিল করেছে বিএনপি। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিএনপি-জামায়াতে ইসলামীসহ সমমনা দলের ডাকা ফের ৪৮ ঘণ্টার অবরোধের প্রথমদিন গতকাল রোববার সকালে উপজেলার সীমান্তবর্তী এলাকার বগুড়া-নাটোর মহাসড়কের রুপিহার ও নুন্দহ এলাকায় ঝটিকা মিছিল বের করা হয়। বেশকয়েকজনের মুখে মাস্ক ও মাথায় হেলমেট দেখা গেছে। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অবরোধের পক্ষে বিভিন্ন শ্লোগান দিয়ে মহাসড়কে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। তবে তাদের সঙ্গে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের কাউকে দেখা যায়নি।
আরও পড়ুন …
ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর। উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকসহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী মিছিলে অংশ নেন। খবর পেয়ে থানা পুলিশ মহাসড়কে সতর্ক অবস্থান নিয়ে মহড়া দেয়।
থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, তারা ভোরে শাজাহানপুর উপজেলা এলাকায় মিছিল করেছে। পুলিশ দেখে মহাসড়ক ছেড়ে চলে গেছে। নন্দীগ্রাম উপজেলায় যেন অপীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সতর্ক ও সজাগ রয়েছে।