লজতানসেন আলী মন্টু বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে বিএনপি নেতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানিয়েছে, পৌর সদরের বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্বরে ককটেল বিস্ফোরণের মামলায় সন্দেহভাজন হিসেবে পৌর বিএনপি নেতা রহিদুল ইসলামকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। তিনি পৌরসভার ঢাকুইর দক্ষিণপাড়ার আমজাদ হোসেনের ছেলে। অন্যদিকে কাহালু থানার একটি মামলায় ওয়ারেন্টমূলে বিপ্লব (২৫) নামের একজনকে গ্রেফতার করা হয়। সে উপজেলার থালতা-মাঝগ্রাম বরিহট্র এলাকার খোরশেদ আলমের ছেলে। মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা ও এক-গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- পৌরসভার ফোকপাল মহল্লার জমসেদ আলীর ছেলে জালাল উদ্দিন কসাই (২৮) এবং গুন্দইল এলাকার ইদিল বক্সের ছেলে মাছ ব্যবসায়ী সেলিম (৪৫)।
থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেছেন।