নন্দীগ্রামে শহীদ জিয়ার প্রতিকৃতিতে বিএনপির শ্রদ্ধা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে বগুড়ার নন্দীগ্রামে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কলেজ জামে মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি।
গতকাল রোববার সদরের নন্দীগ্রাম ফিলিং স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতারা। শহীদ জিয়ার অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল ইসলাম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।