নন্দীগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রামে গণকবর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের বামনগ্রাম বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার ওসি তারিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবি, শাহজাহান আলী, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান প্রমুখ।