তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে অসহায় ও খেটে খাওয়া দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জোবায়েদ আহমেদের ব্যক্তিগত অর্থায়নে পাঁচ শতাধিক নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
চাপিলাপাড়া কৌশুল্যাপাড়ে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন, বুড়ইল ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন চন্দ্র চৌহান, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা গৌরাঙ্গ রায়, পলাশ চন্দ্র, ওয়ার্ড যুবলীগের সভাপতি সনাতন চন্দ্র, সহ-সভাপতি গোবিন্দ, কৃষকলীগ নেতা আব্দুল মালেক প্রমুখ।