নন্দীগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি আলোচনা সভা ও রক্তদান কর্মসূচী পালিত
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি আলোচনা সভা ও রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে স্থানীয় বাসস্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এসময় র্যালিতে অংশগ্রহণ করেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলি, আব্দুল হাকিম, বিএনপি নেতা মাসুদ রানা, পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজান্ডার, সাধারন সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুর রউফ রুবেল,যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম মজনু, যুগ্ম আহ্বায়ক সবুজ, সদস্য মুনিরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, ১নং যুগ্ন-আহ্বায়ক মতিউর রহমান মুসা, যুগ্ন- আহ্বায়ক কুরবান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, যুগ্ন-আহ্বায়ক তারেক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন , ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, আল এমরান, জিয়াউর রহমান, আতিকুল, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক সহ সর্বস্তরের নেতা কর্মীরা ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রক্তদান কর্মসূচি পালন করে।
পরে নিউ মডেল ক্লিনিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ন আহ্বায়ক ও ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মতিউর রহমান মুসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু সহ ৬ জন রক্তদান করেন