নন্দীগ্রামে হাটকড়ই সাজেদাতুন্নিছা হাফেজিয়া মহিলা মাদ্রাসা দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই সাজেদাতুন্নিছা হাফেজিয়া মহিলা মাদ্রাসা দুপুর ১২টার সময় মাদ্রাসা ময়দানে দোয়া ও পুরস্কার বিতরণে অনুষ্ঠান হয়।সেই অনুষ্ঠানে বালিকার মাদ্রাসার শিক্ষা বোর্ড বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত প্রথম মারকাজি ইমতিহানে হাটকড়ই সাজেদাতুন্নিছা হাফেজিয়া মহিলা মাদ্রাসা হতে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭জন ছাত্রী মেধাতালিকায় স্থান পেয়েছে ও তাদেরকে বালিকা শিক্ষা বোর্ড থেকে পুরস্কার প্রদান করা হয় এবং সেই সাথে মাদ্রাস সকল ছাত্রী শিক্ষক মাদ্রাসার জন্য দোয়া করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন,প্রধান অতিথি হিসাবে মহাসচিব বালিকা মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ হযরত মাওলানা বশীর আহমেদ, মুহাতামিম খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা ওমরপুর হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ,প্রতিষ্ঠাতা হাটকড়ই সাজেদাতুন্নিছা হাফেজিয়া মহিলা মাদ্রাসা মোঃ আবু তালেব মন্ডল বাবু,পরিচালক হাটকড়ই সাজেদাতুন্নিছা হাফেজিয়া মহিলা মাদ্রাসা হাফেজ মোঃ শোয়াইব বিন আবু তালেব,হাফেজ মাওলানা মুফতি আতিকুল ইসলাম,হরযত মাওলানা মুফতি মহিবুল্লাহ,হযরত মাওলানা আব্দুল মালেক,হাফেজ মাওলানা মুফতি ফজলে রাব্বি,হাফেজ মাওলানা মুফতি আবু সাঈদ,হযরত মাওলানা আব্দুল মোমিন সহ মাদ্রাসার শিক্ষক ছাত্রী বিভিন্ন এলাকার দাওয়াতে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।