নন্দীগ্রাম বিএনপির উদ্যোগে গ্রাম কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের নিয়ে গ্রাম কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫অক্টোবর (শনিবার) বিকাল ৩ঘটিকায় উপজেলার সিধইল বিয়েগাছ তলায় আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোজামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফিজার রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মু: আলাউদ্দিন সরকার, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ১৯৭২ সালের সাধারণ নির্বাচন থেকে আজ অবধি আওয়ামী লীগের পাতানো নির্বাচন জনগণ বুঝে গিয়েছে, সম্মানিত ভোটার বৃন্দ বিএনপিকে ভোট দিতে এখন আগ্রহ নিয়ে বসে আছে। অন্তবর্তী কালীন সরকারের কাছে অতি দ্রুত জাতীয় নির্বাচন দেয়ার জন্য তিনি আহ্বান জানান। বক্তব্য প্রধান কালে আরো বলেন আমরা দীর্ঘদিন হয়রানি মূলক মামলা হামলা ও শোষণ বঞ্চনার শিকার হয়েছি। যারা আমাদের ঘরছাড়া করেছিল, আমরা তাদের বিচার দেখতে চাই, ক্ষমতার কেউ অপব্যবহার করব না, আওয়ামী লীগের মতো বহুবল দেখাবো না। সবাইকে নিয়ে শান্তি ও সম্প্রীতির আগামীর বাংলাদেশ গড়তে চাই। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, উপজেলা শ্রমিকদল নেতা আ:হান্নান, সারোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা ও যুবনেতা হান্নান মাহমুদ সনি, জি আর সৈকত উদ্দিন, আলমগীর হোসেন, সামিউল ইসলাম তুষার (প্রমূখ)।