নন্দীগ্রাম ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন টিসিবি অনলাইন কাজ চলিতেছে
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের স্থান বাঁশো টিসিবির পরিবার পরিচিতি কার্ড সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত অনলাইন কাজ চলিতেছে।টিসিবির পরিবার পরিচিতির কার্ড আবেদন তারিখ শুরু ৩১শে অক্টোবর থেকে শেষ ৬ই নভেম্বর পর্যন্ত রোজ বুধবারে শেষ।টিসিবির কার্ড আবেদন করতে সাথে আনলে হবে টিসিবির কার্ডধারী ব্যক্তির স্বামী ও স্ত্রীর উভয়ের এনআইডি কার্ড,,দুই কপি ছবি,, নতুন ও পুরাতন টিসিবির কার্ড এবং মোবাইল নাম্বার আনতে হবে।৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের সকল উদ্যোক্তা ও কম্পিউটার সহকারী সহ সকল সদস্যগুণেরা টিসিবির কার্ড অনলাইন করতে ব্যাস্ত সময় পাড় করছেন।
৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে যারা কাজ করছেন এবং সব সময় ইউনিয়ন পরিষদের জনগণ কে ভালো সেবা দিয়ে যাচ্ছেন,,
মো: ওবায়দুর রহমান রুবেল,,উদ্যোক্তা ও পরিচালক,,৪নং থালতা মাঝগ্রাম,,নন্দীগ্রাম,,বগুড়া।
সহকারী মো: আলমগীর হোসেন,,কম্পিউটার সহকারী,,৪নং থালতা মাঝগ্রাম,,নন্দীগ্রাম,,বগুড়া।সব সময় ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্যরা সহ সকলে জনগণকে ভালো সেবা দিয়ে আসতেছে।৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ নন্দীগ্রাম উপজেলাতে বারবার শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে এবং শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ও শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে পরিচিত লাভ করেছেন সবাই।