নাটোরের সিংড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত।
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচির শেষ দিনে নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব (বর্তমানে বহিষ্কারকৃত) মোঃ দাউদার মাহমুদ এর উদ্যেগে সিংড়া গরুহাটি এলাকা হতে একটি র্যালি রবিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে এগারোটা হতে র্যালি টি শুরু করে সিংড়া বাসট্যান্ড হয়ে মাদ্রাসা মোড় থেকে সিংড়া কোর্ট মাঠ আম চত্ত্বর মুক্ত মঞ্চে বেলা বারোটার দিকে শেষ হয়। পরে সিংড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব (বর্তমানবহিষ্কার কৃত) মোঃ দাউদার মাহমুদ বক্তব্য রাখেন। দাউদার মাহমুদ তার বক্তব্যে বলেন, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে আমি বহিষ্কার হয়েছি, এতে আমি একটুও বিচলিত হই নাই বিগত ১৫ বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাস নৈরাজ্য করেছে, কিন্ত তারা কেউ বহিষ্কার হয় নাই,আমি একটি মোটরসাইকেল শোডাউন করার কারণে বহিষ্কার হয়েছি, আমি আপনাদের সাথে আগেও ছিলাম এখনো আছি, যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশেই থাকবো, আপনাদের সেবা করার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। বিএনপি দল হতে যাকে সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দিবে আমি তার হয়েই কাজ করবো, আপনারা সবাই ভালো থাকবেন আগামীতে আপনাদের জন্য ভালো কিছু থাকবে ইনশাআল্লাহ। এবলে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
জানা যায় উক্ত র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভায় সিংড়া পৌরসভাসহ উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গসংগঠনের আনুমানিক প্রায় ২০ হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।