নীলফামারীতে জামাতের বিশাল কর্মী সম্মেলন।
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, যেসব কারণে ছাত্র-জনতা আন্দোলন করেছে তা যেন পূরণ হয়। ছাত্র-জনতার দাবিগুলো সর্বাগ্রে পূরণ করা হোক। নির্বাচনের মাধ্যমে জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ের জন্য এ দেশের মানুষকে সংগ্রাম করতে হবে না। বিনা সংগ্রামে জনগণের দাবি পূরণ করা হবে।
শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশে সংস্কার কার্যক্রম চলছে, এরপর নির্বাচন। তাই সরকারকে একটু সময় দিতে হবে। বিশেষ করে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতেই মূলত এই সরকার। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন হালনাগাদ ভোটার তালিকা। সরকারের সদিচ্ছা থাকলে তা দ্রুত সময়ে সম্পন্ন করতে পারবে। ভোটারের যোগ্য এমন কোনো নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না যান।
আজ শুক্রবার সকালে নীলফামারী জেলা জামায়াতের আয়োজনে পৌরসভা মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এসব কথা বলেন। জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য আব্দুর রশিদ প্রমুখ।
সম্মেলনে শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে অনেক দল প্রতিযোগিতায় আসবে। কিন্তু জনপ্রিয়তার কারণে টিকতে না পারা এসব দলের অনেক যোগ্য লোক আছে যারা দেশ পরিচালনার যোগ্যতা রাখেন। সেই সব দলের যোগ্য ব্যক্তিদের ক্ষমতায় আনা হবে।
যেসব কারণে ছাত্র-জনতা আন্দোলন করেছে তা পূরণ হওয়ার আশা ব্যক্ত করেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘ছাত্র-জনতার দাবিগুলো সর্বাগ্রে পূরণ হোক। নির্বাচনের মাধ্যমে জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ের জন্য এ দেশের মানুষকে সংগ্রাম করতে হবে না, বিনা সংগ্রামে জনগণের দাবি পূরণ হবে।’
জামায়াতের আমির বলেন, ‘বিগত সংসদে জনগণের স্বার্থের কথা বলতে না পারলেও গান গেয়ে রসিকতা করার জায়গা বানিয়েছিল পবিত্র সংসদকে। কিন্তু এবার তা হবে না, সংসদ হবে নাগরিকের ভালো কিছুর জন্য। আমরা সেই প্রস্তাব দিয়েছি, যেখানে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে।’
তাং ৮-১১-২৪
মোঃবাদশা প্রামানিক
নীলফামারী জেলা প্রতিনিধ
মোবা-০১৭১৭৮১৭২৬৬