নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় অভিযান চালিয়ে ছয় শ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
গ্রেপ্তার ইসমাইল হোসেন রাজশাহীর গোদাগাড়ী থানাধীন চর আমতলা খাসমহল গ্রামের গোলাম রব্বানীর ছেলে।
য়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সঙ্গে যুক্ত ইসমাইল। রাতে সে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে হেরোইন বিক্রির উদ্দেশ্যে যাচ্ছে এমন তথ্য আসে আমাদের কাছে। পরে অভিযান চালিয়ে ইসমাইলকে আটক করে হেরোইনসহ সিএনজিটি জব্দ করা হয়। জব্দ হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।
তিনি বলেন, ইসমাইলের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক কারবারি চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
আরও পড়ুন ..