নৌকা হারিয়ে নিঃস্ব তিন জেলে আইনি সহায়তায় মিলতে পারে মুক্তি
মোঃ সাগর আলী জেলা প্রতিনিধি
দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ নৌকা ঘাট থেকে
পালন, সোহাগ, ফয়সাল নামের তিন জেলের যৌথ মালিকানায় নির্মিত একটি ডিঙ্গি নৌকা হারিয়েছে । গত বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) সন্ধ্যায়। দিন এনে দিন খাওয়া এই তিন জেলের পরিবারের নেমে এসেছে অর্থনৈতিক অন্ধকার।
ভুক্তভোগীদের ভাষ্য, সৎ পথে রোজগার করে বেকারত্ব দূরীকরণে চলতি বছরের বৈশাখ মাসে যৌথ মালিকানায় নৌকাটি বানিয়েছিলাম। নির্মাণ খরচ হয়েছে ৬৯ হাজার টাকা। যা আমাদের কাছে কোটি টাকার সমান। প্রতিদিন যমুনা নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করেই সংসার চলে । কিন্তু নৌকাটি হারানোর ফলে আমরা তিনজেলে নিঃস্ব হয়ে গেলাম। কাল কি খাবো জানিনা ।
আরো বলেন, এর আগেও এই ঘাট থেকে বহু নৌকা হারিয়েছে । এই বছরেই মাঝি পাড়ার জিবলু মিয়ার নৌকা হারিয়েছিল। ১৮ দিন পর নৌকা বের করে দিয়েছে ডাকাতিয়াপাড়া এলাকার দুদু । ৬ হাজর টাকার বিনিময়ে।
প্রতিটি নৌকা চুরির সাথে দুদু সহ তার সহযোগী সাদা মিয়া ও টিনের চর গ্রামের সাইফুল ও বিল্লাল জড়িত থাকে। আমদের নৌকাটিও এরাই চুরি করেছে। আমরা গরিব মানুষ কি করবো। বুঝতে পারছিনা। তবে আইনি সহায়তা পেলে আমরা আশাবাদী।