পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত।
পবিপ্রবি প্রতিনিধি (জালাল উদ্দীন):
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, সদস্য সচিবের দায়িত্ব পালন করেন, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু। সভায় আরও উপস্থিত ছিলেন রিজেন্ট বোর্ড এর সদস্য এ্যাডভোকেট আফজাল হোসেন, বরিশাল- ৬ , বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) আব্দুল হাফিজ মল্লিক এমপি, রিজেন্ট বোর্ড সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অন্যান্য সদস্য বৃন্দ। বোর্ড সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন, আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। নতুন রিজেন্ট বোর্ড সদস্য মেজর জেনারেল অব: আব্দুল হাফিজ মল্লিককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দুমকি উপজেলা নব নির্বাচিত চেয়ারম্যান, মাল্টা আওয়ামীলীগের সভাপতি, হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ কাওসার আমিন হাওলাদার। #