পটুয়াখালী বিশ্ববিদ্যালয় ভিসি শূন্য,
সিভি জমা দিয়েছেন ৭জন শিক্ষা মন্ত্রনালয়।
চাকুরী ফিরে পেয়েছেন ৬জন।।
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাবেক ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বেচ্ছায় পদত্যাগ করায় বর্তমানে ভিসি শূন্য অবস্থায় পবিপ্রবি।
সূ্ত্র জানায়, ৫আগস্ট ২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পলায়নের পরে নতুন সরকার আসায় আ”লীগ সরকারের আমলে চাকুরী চলে যাওয়া ৬জন চাকরি ফিরে পেয়েছে বৈষম্য শিকার একজন জেষ্ঠ্য শিক্ষক পদায়ন পেয়ে প্রফেসর হয়েছে। প্রফেসর হলেন শিক্ষক মোঃ নিজাম উদ্দীন, চাকুরী ফিরে পেলেন চালক আব্দুল কাদের, কর্মচারী মোঃ মস্তফা হাওলাদার, সেকশন অফিসার কে. এম সাহাদাত হোসেন নান্টু মিয়া। শিক্ষক মোঃ সাইফুল ইসলাম ও মোঃ মেহেদী হাসান। ইতোমধ্যে রিজেন্ট বোর্ডের সভায় এ সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাবেক ভিসি থাকাকালীন অবস্থায়, বর্তমানে পবিপ্রবিতে সুন্দর সুচারুরূপে রেজিস্ট্রার প্রফেসর ড. হেমায়েত জাহান সুন্দর সুষ্ঠুভাবে অফিস কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পবিপ্রবি ক্যাম্পাসে এখন পর্যন্ত কোন সমস্য দেখা যায়নি। যারা ভিসি হওয়ার জন্য সিভি জমা দিয়েছেন তারা হলেন শিক্ষক প্রফেসর ড. হেমায়েত জাহান, প্রফেসর ড. মাহাবুব রব্বানী, প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন ও প্রফেসর জামাল হোসেন, প্রফেসর মোঃ মহসিন হোসেন খান, প্রফেসর মোঃ সাইফুল ইসলাম, প্রফেসর মোঃ হাবিবুর রহমান । ক্যাম্পাসের একাধিক সূত্র জানায়, অতি শীগ্রই ভিসি নিয়োগ না দিলে আগামি মাসের শিক্ষক কর্মকর্তা কর্মচারীর বেতন হবেনা এবং ভিসির দৈনন্দিন কার্যক্রম আর্থিক ক্ষমতা এগুলো না চললে অচলাবস্থা দেখা দিতে পারে। নতুন ভিসি হওয়ার তালিকায় সর্বজন গ্রহণযোগ্য বর্তমান রেজিস্ট্রার প্রফেসর ড. হেমায়তে জাহান এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।