পটুয়াখালী ভার্সিটিতে, আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত।
দুমকি ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর টিএসসি কনফারেন্স হল রুমে বাংলাদেশে ৫ম প্রাণী কল্যাণ কর্মশালা, ২০২৪ শিরোনামে এক আর্ন্তজাতিক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
২৭ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৯ টায় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লাইড ইথোলজি (আই এস এ ই)এর সহযোগিতায় উক্ত ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
উক্ত আর্ন্তজাতিক ওয়ার্কসপ আয়োজক কমিটির আহবায়ক পবিপ্রবি’র মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগ এর প্রফেসর ড. এ. কে. এম. মোস্তফা আনোয়ার এর সভাপতিত্বে
এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগ এর অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকী’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর দেশ বরেণ্য শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি এন্ড এ্যানিমাল সায়েন্স বিভাগ এর সহযোগী অধ্যাপক ড. জসিম উদ্দিন।
(আই এস এ ই)এর কান্ট্রি লিয়াজোন (বাংলাদেশ)| সম্মানিত অতিথি হিসেবে ড. জ্যানিস সিগফোর্ড (রেকর্ড করা বক্তৃতা), প্রাণী বিজ্ঞান বিভাগ, মিশিগান স্টেট ইউনিভার্সিটি, ইউএসএ, এবং আইএসএই-এর প্রেসিডেন্ট এবং ড. ওলুওয়াসেউন ইয়্যাসেরে দুরোসারো (রেকর্ড করা বক্তৃতা), আইএসএই ডেভেলপমেন্ট অফিস| বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ডিন প্রফেসর জামাল হোসেন, এ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. ফয়সল কবির, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর এর পরিচালক ডা. মো: লুৎফুর রহমান এবং বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন, ঢাকা এর আহবায়ক ডা. সফিউল আহাদ সরদার।
প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট ফার্মাকোলজিস্ট ও গ্যাষ্ট্রোলজিস্ট প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তার বক্তব্যে ২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
তিনি বলেন, মানুষের নিরাপদ খাদ্য পেতে প্রাণীর এন্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। মানুষের খাদ্য প্রাণীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই মানুষের নিরাপদ খাদ্য পেতে প্রাণীর এন্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। প্রানীদের রক্ষায় বিশ্বের বিভিন্ন রাস্ট্রের মানুষ তাদের বিভিন্ন প্রাণীদের সুচিকিৎসা এবং সংরক্ষণের বিষয়গুলো তিনি দৃষ্টান্ত হিসেবে বক্তব্যে তুলে ধরেন।
ভাইস চ্যান্সেলর বলেন, আমাদের দেশের খাদ্য নিরাপত্তা, সুষম পুষ্টি, কৃষি জমির উর্বরতা বৃদ্ধি, মেধা সম্পন্ন জাতি গঠন ও বৈদেশিক আমদানি নির্ভরতা হ্রাসে জিডিপিতে প্রাণিসম্পদের অবদান অপরিসীম। প্রাণিজ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বণ্টন-প্রক্রিয়া অন্যান্য খাতের চেয়ে ভিন্ন ও জটিল। এ প্রক্রিয়া সমন্বিতভাবে আমরা গড়ে তুলতে না পারলে জনস্বাস্থ্যের ঝুঁকি অনেক বেড়ে যাবে। নতুন নতুন রোগের উদ্ভব হবে। সমন্বিত ব্যবস্হাপনা করা না হলে মারাত্মক রোগ ও ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই প্রাণিসম্পদের উন্নয়নের জন্য এর সঙ্গে জড়িত সবাইকে একত্রে সমন্বিত হয়ে কাজ করতে হবে।
তিনি আমাদের দেশের প্রাণিদের কল্যাণে ও খাদ্য নিরাপত্তা সর্ম্পকে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং ওয়ার্কসপের ডোনার এজেন্সী, আয়োজক কমিটি, অতিথিবৃন্দ এবং অংশগ্রহনকারী সকলকে ধণ্যবাদ জ্ঞাপন করেন।
ওয়ার্কসপ এর প্রতিপাদ্য বিষয়
কল্যাণ এবং খাদ্য নিরাপত্তা উন্নত করতে পশু আচরণের জ্ঞান ব্যবহার করা”।
মোট ০২টি প্রযুক্তিগত সেশনে — প্রাণীর আচরণ, প্রাণী কল্যাণ এবং খাদ্য নিরাপত্তা এর উপর সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞগণ হলেন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর
অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দিন সরদার, বিএসএমআরইউ এর অধ্যাপক ড. আনম আমিনুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর
অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকী, পবিপ্রবি’র
অধ্যাপক ড. ফারজানা ইসলাম রুমী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ড. জসিম উদ্দিন মোট ০৭ টি প্রবন্ধ উপস্থাপণ করেন ।
উক্ত ওয়ার্কসপে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী ও গবেষকবৃন্দ, বরিশাল বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তাগণ, বিভিন্ন উন্নয়ন সংস্থায় কর্মরত গবেষকবৃন্দ ও ভেটেরিনারিয়ানগণ, অনুষদীয় পিএইচডি/এমএস ও ডিভিএম শিক্ষার্থীসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। প্রবন্ধ উপস্থাপন শেষে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী বক্তাগণ আয়োজক কমিটির ভূয়ষী প্রশংসা করেন।।#