পটুয়াখালী ভার্সিটিতে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গুণমান তদন্ত প্রতিবেদন লেখা বিষয়ক প্রশিক্ষণ।।
দুমকি ও পবিপ্রবি ( পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)তে ” উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ( এইচ ই এল)একটি গুণমান তদন্ত প্রতিবেদন লেখার কর্মশালা” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন।
আইকিউএসি সেল এর পরিচালক প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দীন এর সভাপতিত্বে এবং আই-কিউ এসি সেল এর সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো”র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ ।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আমাদের দেশের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন ইসকনসহ একটি চক্র স্বরযন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তাসহ সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এ স্বরযন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, আই-কিউএসি সেল এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আবদুল মাসুদ, সিনিয়র এ্যাডভোকেট মোঃ আবদুল হক এবং পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন শিক্ষক অংশ নেন। বিকেল ৫ টায় উক্ত ওয়ার্কশপ শেষ হয়।। #
Subscribe to get the latest posts sent to your email.