পটুয়াখালী ভার্সিটিতে, শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা ।।
দুমকি ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এর বিভিন্ন অনুষদের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন।
আইকিউএসি সেল এর পরিচালক প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রো ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর জামাল হোসেন, ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন আই-কিউ এসি সেল এর সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো ।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, দক্ষ শিক্ষক গড়ে তুলতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষকরা আন্তরিকতা ও প্রচেষ্টার মাধ্যমে নিজেদের ভালো শিক্ষক হিসেবে গড়ে তুলবে। তিনি প্রশিক্ষণ চলাকালে শিক্ষকদের মনোযোগী হওয়ার আহ্বান জানান।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মো. মামুনুর রশীদ। প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন শিক্ষক অংশ নেন।।#