পটুয়াখালী ভার্সিটির, আবাসিক হলে নবীন বরন।।
দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি:
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিএসটি গুচ্ছভুক্ত ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে। সোমববার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে অনুষ্ঠানের মাধ্যমে হল প্রশাসন নিজ নিজ শিক্ষার্থীদের বরণ করে নেয়।
রাত ৮ টা থেকে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের ৮টি আবাসিক হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি আবাসিক হলের নিয়ম কানুন, সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। সেই সঙ্গে আবাসিক হল কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এলএলএ অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, পোষ্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মাদ আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর মোঃ আবুল বাশার খান, পবিপ্রবি ইনোভেশন সেন্টারের সভাপতি প্রফেসর ড. মোঃ আবু ইউসুফ এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর প্রভোস্টবৃন্দ। উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দ এবং হলের নবীন-প্রবিন শিক্ষার্থীরা।
এসব অনুষ্ঠানে বক্তারা কঠোর অনুশীলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনকে কাজে লাগিয়ে আগামীতে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তৈরি হতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে একাডেমিক শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় হয়ে মানবীয় গুণাবলির বিকাশ এবং উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটানোর সুযোগ নেওয়ারও তাগিদ দেন।।#