পটুয়াখালী ভার্সিটির, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা।।
দুমকি উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধিঃপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের নবীনবরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠান, ১৯ নভেম্বর মঙ্গলবার টিএসসির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ভাইস চ্যান্সেলর বিশিষ্ট ফার্মাকোলজিস্ট ও গ্যাস্ট্রোলজিস্ট প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এনএফএস অনুষদের ডিন প্রফেসর মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর বিশিষ্ট এন্টোমলজিস্ট প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং এনএফএস অনুষদের সাবেক ডিন দিলরুবা ইয়াছমিন ঝর্না বক্তব্য রাখেন।
প্রধান অতিথি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্ম-জীবনের সফলতা কামনা করে বলেন, সুস্বাস্থ্য বজায় রাখতে পুষ্টি বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, পুষ্টি বিষয়ক গবেষণার মাধ্যমে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে এনএফএস অনুষদের শিক্ষার্থীদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।।#