পদত্যাগকারী প্রিন্সিপালের পূর্নবহাল আদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
মোঃ সাগর আলী জেলা প্রতিনিধি,
জামালপুরে দেওয়ানগঞ্জে কামিল মাদ্রাসার পদত্যাগকারী প্রিন্সিপাল মোতালেব হোসেন খানের পূর্ণবহাল আদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতা।
সোমবার ১৮ নভেম্বর দুপুরে দেওয়ানগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র- জনতা ও শিক্ষক কর্মচারীর ব্যানারে মাদ্রাসা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল in সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন তারা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও বাংলাদেশ জামায়ত ইসলামির দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমীর মাহবুবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা।
বক্তারা দুর্নীতিগ্রস্ত ওই প্রিন্সিপালকে পূনরায় মাদ্রাসার স্ব পদে বহাল না করাসহ তার সকল অনিয়ম দূর্নীতির তদন্ত পূর্বক বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
পরে ৫ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান প্রিন্স বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
উল্লেখ্য গত ১২ই আগষ্ট ছাত্র জনতার তোপের মুখে মোতালেব হোসেন প্রিন্সিপাল পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগ পত্রটি নিয়ম মাফিক সভাপতি সাহেবের রেজুলেশনের মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যেই ওই প্রিন্সিপালকে স্ব পদে বহালের চেষ্টা করাই ক্ষুব্ধ হয়ে উঠেছে ছাত্র জনতা।