লপবিপ্রবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাওয়ালি ও নাসিদ সন্ধ্যা,
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , কাওয়ালী ও নাসিদ সন্ধ্যা হয়েছে, ১৯ সেপ্টেম্বর বিকেল ৪ টায় পবি প্রবি টিএসসি সংলগ্নে পবিত্র ছিরাতুন্নবি (সা:) ও জুলাই বিপ্লবের চেতনায়,অনুষ্ঠানের আয়োজন করা হয়,কাওয়ালি পরিবেশনায় কলোরব শিল্পীগোষ্টি,শিল্পী মাহামুদ হুজাইফা,নাসিদ পরিবেশনায়,রুহামা শিল্পি গোষ্ঠী ও সাধারণ শিক্ষার্থী বৃন্দ অনুষ্ঠান বিকেল ৪ঃ০০ টা থেকে রাত পর্যন্ত কাওয়ালী গান পরিবেশন করা হয়, অনুষ্ঠানে পবিপ্রবির ও দুমকি উপজেলার বিভিন্ন স্থান থেকে ছাত্র-ছাত্রী শিক্ষক এলাকাবাসী অধীর আগ্রহে অংশগ্রহণ, ও শ্রবণ করে, এতে বিশ্ববিদ্যালয় ও দুমকি উপজেলার দুমকি প্রেসক্লাবের সাংবাদিকগণ স্বতঃস্ফূর্তভাবে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে, এতে উপস্থিত ছিলেন দুমকি প্রেসক্লাবের সভাপতি: জাকির হোসেন হাওলাদার, সাংবাদিক আজিজুল হক, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি :জান্নাতুন নাঈম ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ,উপস্থিত ছিলেন।