ক্রাইমসিন নিউজ ডেক্স :
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজনে মঙ্গল শোভাযাত্রা সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বাঙালীর প্রাণের উৎসব ১৪৩১ বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ পালন করা হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা নির্বাহী অফিসার একে এম ফয়সাল সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ষবরণেন বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ঢাকা সিলেট মহাসড়ক ও পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে এসে সমাপ্ত হয়।
এ মঙ্গল শোভাযাত্রায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান,উপজেলা সহকারি কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকগণ, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক বাহারী শাড়ী-পাঞ্জাবী পরে রং-বেরঙের প্লেকার্ড-ফেস্টুন সহ অংশগ্রহণ করেন।
পরে বাংলা নববর্ষ উদযাপনে পান্তা ভাতের আয়োজন করা হয়। পরে উপজেলা চত্বরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় (সমবেত ও একক সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ইত্যাদি) পরিবেশন করে ।