নিজেস্ব প্রতিবেদক
পাকিস্তানকে ৬ রানে হারিয়ে নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৯ রান করে বাংলাদেশ। জবাবে ৪ উইকেট হারিয়ে ৫৩ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।
মঙ্গলবার (২০ জুন) দিনের শুরুতে মাঠে হানা দেয় বৃষ্টি। যে কারণে ৯ ওভারে চলে আসে সেমিফাইনাল ম্যাচ। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়ে ১৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশের মেয়েরা। এরপর, নাহিদা আক্তারের সর্বোচ্চ ২১ আর রাবেয়া খানের অপরাজিত ১০ রানের ইনিংসে ৫৯ রানের পুঁজি পায় বাংলাদেশ।
৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মাত্র পাকিস্তানের মেয়েদের চেপে ধরে বাংলাদেশের বাঘিনীরা। শেষ দিকে জিততে দুই ওভারে ২০ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। সেখান থেকে শেষ ওভারে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৩ রান। শেষ পর্যন্ত সেটিও করতে পারেনি পাক নারীরা। ফলে ৬ রানের জয়ে নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে টাইগ্রেসরা।
আগামীকাল বুধবার (২১ জুন) ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতের মেয়েরা।
আরও সংবাদ পড়ুন ….
মালদ্বীপে পাঁচ দেশীয় বাস্কেটবল টুর্নামেন্টে সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ টিম ফাইনালে
চুনারুঘাটে ৫০ শয্যা হাসপাতালে ৩১ শয্যা নিয়ে চলছে কার্যক্রম ।