পার্বতীপুরের ভবানীপুর ধর্ষককে ধরিয়ে দিল ধর্ষিতা
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের পার্বতীপুরের ভবানীপুর এলাকায় এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে শারীরিক সম্পর্ক করে আসছিল প্রতিবেশী মৃত জাহিদুল এর পুত্র শহিদ।গত ৮ আগস্ট রাত্রি ৮টায় ওই গৃহবধূর স্বামীর বাড়িতে দৈহিক মেলামেশারত অবস্থায় ইকবালের পুত্র বুলবুল,আব্দুর রশিদের পুত্র আল আমিন শহীদকে হাতেনাতে ধরে ফেলে।এরই এক পর্যায়ে কৌশলে ধর্ষক শহীদ পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় গত ১২ই আগস্ট তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী ২০২০ এর ৯(১)ধারায় একটি এজাহার দায়ের করেন।এজাহারটির তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান এসআই মৃগেন্দ্র।
তিনি যখন ধর্ষণ মামলার ওই আসামিকে ধরতে ব্যর্থ হন তখন বাধ্য হয়ে ভিকটিম নিজেই গত ৩ সেপ্টেম্বর(মঙ্গলবার)সন্ধ্যায় ভবানীপুর বাজারের একটি হোটেল থেকে আসামি শহীদকে লোকজন নিয়ে গিয়ে আটক করেন।পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আসামিকে ধরে পার্বতীপুর মডেল থানা হেফাজতে নেয়।
বিষয়টি নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মৃগেন্দ্রের সাথে কথা হলে তিনি জানান,দেশের এরূপ পরিস্থিতিতে আসামি ধরতে যেতেও ভয়ে থাকতাম আমরা।তাই তাকে দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়নি।আসামিকে ৪ সেপ্টেম্বর (বুধবার)জেল হাজতে প্রেরণ করা হয়েছে।