পার্বতীপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে মামলা নিতে অনিহা পুলিশের
মোঃ মুরসালিন প্রতিনিধিঃ
সময় ২৭ নভেম্বর(বুধবার)সকাল ৯ টার দিকে প্রদীপ কুমার গোয়ালার নিকট একটি ফোন আসে,বলা হয় ভূমিদস্যুরা অবৈধভাবে তাদের জমি দখলে নিয়ে ওই জমি থেকে মাটি কেটে রাস্তা নির্মাণ করছে।এমন খবর পেয়ে তিনি,তার স্ত্রী ও তার ভাই-বোনদের নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে বাধাপ্রধান করলে ভূমিদস্যদের নিকট থাকা কোদাল দিয়ে তাদের উপর আক্রমণ করা হলে পাশের জমিতে কাজ করা কৃষক দুলু ছুটে এসে তাদেরকে প্রতিহত করেন।এই প্রতিহত করতে গিয়ে ওই কৃষক দুলু আঙ্গুলে আঘাতপ্রাপ্ত হন।
বিষয়টি মুঠোফোনে তৎক্ষণাত পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ কে জানালে তিনি দ্রুত এস.আই জলিলকে সঙ্গীও ফোর্স সহ ঘটনাস্থলে পাঠান।এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভূমিদস্যু লোকমান তার মোটরবাইক রেখে লোকজন নিয়ে পালিয়ে গেলেও অপর সহযোগী সুলতান কে আটকে দেয় প্রদীপ কুমার গোয়ালা ও তার পরিবারের সদস্যরা।
এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে এস.আই জলিল অভিযুক্ত সুলতান কে আইন ভঙ্গের জন্য দোষারোপের পাশাপাশি ওই জমির মালিকদের অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করবার পরামর্শ দেন।এ সময় প্রদীপের বোন জয়া ঘোষ জানান,আমি একজন ইউটিউবার।পরিস্থিতি বেগতিক দেখে তৎক্ষণাৎ ফেসবুক লাইভ স্টার্ট করি।যখন তারা বুঝতে পারলো আমি ফেসবুক লাইভ করছি তখন তারা আর আক্রমণে যায়নি।ফেসবুক লাইভ না করলে হয়তোবা এখানে একটি দুর্ঘটনা ঘটতো।তারা আমাদের দীর্ঘদিন ধরে ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করছে।
এই ঘটনায় আঘাতপ্রাপ্ত দলু বলেন,ঘটনাস্থল থেকে সবাই চলে যাওয়ার পর ভূমিদস্যু লোকমান তাকে বলেছে, তার(দুলুর)জন্য নাকি আজকে ওই জায়গাটি তারা দখল করতে পারল না।বাধা দেয়ায় তারা তার উপর ক্ষোভ ঝেড়েছেন।
এই ঘটনায় মৃত রাজ কুমার গোয়ালার পুত্র প্রদীপ কুমার বাদী হয়ে একই দিন রাত সাড়ে এগারোটায় থানায় একটি অভিযোগ দাখিল করলেও ২৯ নভেম্বর(শুক্রবার)অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।
বিষয়টি জানতে ২৯ নভেম্বর রাত্রি সাড়ে ৮টায় অফিসার ইনচার্জ আব্দুস সালামের সাথে সরাসরি যোগাযোগ করা হলে তিনি বলেন,দুই পক্ষের অভিযোগ পেয়েছি। প্রদীপের মামলাটি নিলে তাদের প্রতিপক্ষের কাউন্টার মামলাটিও নিতে হবে।এই ঘটনায় যতজন অভিযোগ দিবে সবারটাই আমলে নিতে হবে।এর চেয়ে ভালো হয়! আপনারা এলাকার মানুষ এলাকায় বসেই সমস্যাটির সমাধান করে ফেলেন।মামলা জটিলতায় না যাওয়াই ভালো।