মো. মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিদি :
পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সৈয়দপুর রেলওয়ে পুলিশ এর সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক নিরস্ত্র সাকিউল আযম এর নেতৃত্বে এস.আই কাজল হক সঙ্গীও ফোর্স সহ পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় টিকেট কালোবাজারি রোধে গত ৬ফেব্রুয়ারি (মঙ্গলবার)অভিযান পরিচালনা করে দু’জন টিকেট কালোবাজারিকে হাতেনাতে গ্রেফতার করে।
আরওপড়ুন ….
ধৃত ব্যক্তিরা হলেন মো.খলিল(৩০)
পিতা-কালু মিয়া,সাং-সাহেবপাড়া,মো.সাদ্দাম হোসেন(৩৫),পিতা-আবু জাকের,সাং-বাবু পাড়া,উভয়ের
থানা-পার্বতীপুর,জেলা-দিনাজপুর।
এসময় তাদের নিকট থেকে বিভিন্ন ট্রেনের দশটি টিকেট, দুইটি এন্ড্রয়েড মোবাইল ফোন, টিকেট বিক্রয়ের দুই হাজার দুইশত টাকা,অসংখ্য এনআইডি ও মোবাইল নাম্বার উদ্ধার করে। এ সংক্রান্তে পার্বতীপুর রেলওয়ে থানার মামলা নম্বর ০১/০২ তারিখ ৭-২-২০২৪ বিশেষ ক্ষমতা আইনে মামলা রেকর্ড করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এছাড়াও পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ আরো একটি অভিযান পরিচালনা করে একজন জি আর ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
অভিযান প্রসঙ্গে কথা হলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম জানান,পার্বতীপুর জংশন এলাকায় সব ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।