তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
দেশের উত্তর অঞ্চল জেলা গুলোতে বেড়ে গেছে শীতের তীব্রতা পঞ্চগড় নীলফামারী ঠাকুরগাঁ দিনাজপুর নওগাঁ বগুড়া নাটোর রাজশাহ সহ দেশের উত্তর অঞ্চলের প্রত্যেকটি জেলাতে বেড়ে গেছে ।
প্রচন্ড শীত উত্তরের শীতল বাতাসে কাঁপছে প্রতিটি জেলার মানুষ সহ গবাদি পশু ৭২ ঘন্টায় মেলেনি রোদের দেখা
শীতের তীব্রতায় ঘর থেকে বের হতে পারছে না মানুষ,শীতের তীব্রতায় নষ্ট হচ্ছে বুড়৷
আরও পড়ুন …
মৌসুমের বীজ ধান অসুস্থ হয়ে পড়ছে বৃদ্ধ শিশু সহ সকল ধরনের মানুষ, তাপমাত্রা নেমে গেছে সাত থেকে দশ ডিগ্রী C বেড়ে গেছে রোগীর সংখ্যা হাসপাতাল এবং ক্লিনিক গুলোতে বেড়ে গেছে অসংখ্য রোগী, ঘন কুয়াশাই ঘিরে আছে দেশের উত্তর অঞ্চল,শিশির পড়ছে বৃষ্টির মত, এভাবে চলতে থাকলে আরো বেড়ে যাবে রোগের সংখ্যা রাত পোহালেই দেখা যায় ঘন কুয়াশা এবং সকল ধরনের মানুষের আগুন পোহানো