প্রিন্সিপাল আব্দুল আউয়াল সাহেবের পদ ত্যাগ:
মো: রায়হান
জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ।
শিক্ষার্থীদের চানা ৩ দিনের কর্মসূচির পর পদ ত্যাগ করলেন আব্দুল আউয়াল মোল্লা। গত শনিবার থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরুদ্ধ করে ভূলতা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল আউয়াল সাহেবের পদ ত্যাগের দাবিতে বোড ব্লগ ও লং মার্চ কর্মসূচি পালন করে ভূলতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
আজ ১৯ই আগস্ট সকাল ৮:৫০ মিনিট থেকে শুরু করে টাকা ৬ ঘন্টার ঢাকা-সিলেট মহাসড়ক অবরুদ্ধের পর আনুমানিক ৩:৪০ মিনিটের দিকে পদ ত্যাগ করে আব্দুল আউয়াল মোল্লা।
জনাব আউয়াল মোল্লার পদ ত্যাগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের অবগত করে এবং সেই সময় ঐ একি স্থানে সেনা কর্মকর্তারা ও উপস্থিত ছিলো।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান জনাব আবদুল আউয়াল মোল্লা অদ্যবেলা ৩:৪০ মিনিটের সময় আমার কাছে তার পদ ত্যাগ পত্র জমা করে। সেই সাথে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও বার্তা ও প্রকাশ করেন।