মোঃ আরিফুল হাসান, (ফরিদপুর)
ফরিদপুর পৌর বাস টার্মিনালে ফেলে যাওয়া তালাবদ্ধ লাগেজ থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। শনিবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোর্শেদ আলম জানান, প্রথমে পরিচয় না মিললেও এখন লাশটির নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম শাহজাহান। তিনি নোয়াখালীর বাসিন্দা। এসপি আরও বলেন, সিসিটিভির ফুটেজে দেখা যায়, আজ শনিবার ভোরে এক নারী পৌর বাস টার্মিনাল এলাকায় ওই লাগেজটি ফেলে যায়। তাকে গ্রেপ্তারে খুঁজছে পুলিশ।
আরওপড়ুন ….
পুলিশ জানায়, টার্মিনালের প্রবেশমুখে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে বিদ্যুতের খুঁটির কাছে বড় ওই লাগেজটি পড়ে ছিল। সকাল ১০টার দিকে স্থানীয় লোকজনের নজরে আসে লাগেজটি। মালিককে না পেয়ে তারা পুলিশে খবর দেন। কোতোয়ালি থানা পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাগেজটি খুললে ভেতরে একটি মরদেহ দেখতে পায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লুঙ্গি ও সোয়েটার পরিহিত মরদেহটি জামা-কাপড় দিয়ে ঢেকে লাগেজবন্দি করা ছিল।