মোঃ আরিফুল হাসান, (ফরিদপুর) জেলা প্রতিনিধি :
ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের চাপায় মোঃ রবিউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল- আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ নামে নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়।
শুক্রবার (১৬ই ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে নগরকান্দা উপজেলার ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে তালমা মোড়ের মাশাউজান নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরওপড়ুন ….
রবিউল ইসলাম ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশনগরের বাসিন্দা।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: শরিফুল ইসলাম জানান, ‘সকালে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সাথে, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।