মোঃ আরিফুল হাসান, (ফরিদপুর জেলা প্রতিনিধি):
ফরিদপুরে সন্ধায় নিখোঁজের পর সকালে গমক্ষেত থেকে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি ২০২৪ইং) সকালে ভাঙ্গা উপজেলার বালিয়াহাটির কারিগরি পাড়ার চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধের নাম হাবিব বেপারী(৬০)। তিনি উপজেলার বালিয়াহাটির কারিগরি পাড়ার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুুঁজির এক পর্যায়ে শনিবার (১০ ফেব্রুয়ারি ২০২৪ইং) সকালের দিকে বাড়ির কাছেই গমক্ষেতের পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।