মো. মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ফুলবাড়ী পৌর বাজারে অভিযান পরিচালনা করেন।
১১ মার্চ রাত ৮ সময় পৌর কাঁচাবাজারে তদারকি ও অভিযান পরিচালনা করেন। এ সময় বাজারের বিভিন্ন দোকানের মূল্য তালিকা পরিদর্শন করেন। ব্যবসায়ীদের সেবার মানসিকতা নিয়ে ন্যায্য মূল্যে ব্যবসা করার নির্দেশ দেন। এই বাজার তদারকিতে বিশেষ করে পেঁয়াজ ,আলু ,ছোলাবুট, চিনি, খেজুর,ভোজ্যতেলের মূল্যা নিয়ন্ত্রণে রাখার কথা বলেন। অভিযানে ফুলবাড়ী থানার এ এসআই মো. সানোয়ার সহ একটি চৌকস টিম উপস্থিত ছিলেন। উপজেলা সহকারি কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, আমাদের এই অভিযান চলমান থাকবে।