মোঃ মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি
সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই পতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাচন আফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা চত্বরে নির্বাচন অফিসার মো. কাজল রানা‘র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসার উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মনিরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিধু ভূষন রায়, উপ-সহকারী প্রকৌশলী ইব্রাহিম খলিল প্রমুখ। শেষে নির্বাচন অফিস চত্বরে নতুন ভোটারদের ছবি সংগ্রহ করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার মো. কাজল রানা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটর সংখ্যা ছিলো ১৫০০৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪৮১৬ জন ও মহিলা ভোটার ৭৫২২৪ জন। হালনাগাদ ভোটার সংযুক্ত হয় পুরুষ ১৪৯৭ জন ও মহিলা ১০৫৪ জন। অন্যান্য কাজের পাশাপাশী, সপ্তাহে প্রতি বুধবার নতুন ভোটারদের ছবি সংগ্রহের কাজ করা হয়। ভোটার দিবস উপলক্ষে আজকে তা ব্যাপকভাবে করা হচ্ছে।