ফুলবাড়ীতে দির্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত
মোঃ মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি
সরাদেশে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থ্যতা কামনায় ও পল্টনে হত্যাকান্ডের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে দির্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ জাতায়াতে ইসলাম ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(২৮ অক্টোবর) সোমবার সকাল ১০টায় ফুলবাড়ী সুজাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুলবাড়ী উপজেলা জামায়েতের আমির মওলা হাবিবুর রহমান এর সভাপতিত্বে গনসমাবেশে প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন দক্ষিন দিনাজপুর জেলা আমির মওলানা আনোয়ারু ইসলাম।
এসময় বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর দক্ষিণ জেলা নায়েবে আমির ড. মোঃ এনামুল হক মহাদ্দেস, দিনাজপুর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের আমির মোঃ আনোয়ার ইসলাম, জামায়াতের জেলা কর্ম পরিষদের সদস্য সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল কাদির বাবু । এসময় ফুলবাড়ী পৌরসভার আমির ডাঃ জাকারিয়া হাসান, পৌর টিমের সদস্য ও ওয়ার্ড সভাপতি সৈয়দ সিরাজুল হক রিপনসহ উপজেলা ৭টি ইউনিয়ন আমিরগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জেলা আমির মওলানা আনোয়ারুল ইসলাম ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সুন্দর ভাবে স্বেচ্ছাসেবকরা ট্রাফিকের দায়িত্ব পালন করে।
Subscribe to get the latest posts sent to your email.