মো. দিনাজপুর প্রতিনিধি মো. মোরসালিন ইসলাম :
দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপাআমন ধান চাষের লক্ষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তি পর্যায়ের ১ হাজার ৯ শতজন কৃষকের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ জুন) বেলা ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত¡রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আখতার, ফুলবাড়ীতে শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাহানুর রহমানসহ উপজেলা কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা,কর্মচারীগন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার জানান, ২০২৩-২০২২৪ অর্থ বছরের খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপাআমন ধান চাষের লক্ষে ১ হাজার ৯ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ হবে। এই অর্থ বছরে প্রতি একজন কৃষক তার ১ বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, এমওপি ১০ কেজি ও ড্যাব ১০ কেজি করে পাবে।