ফুলবাড়ীতে মাদক মুক্ত করার ঘোষণা দিয়ে প্রশংসায় ভাসছে নবাগত ওসি খন্দকার মহিব্বুল
মো. মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১০ লিটার চোলাইমদ, ৩ বোতল অফিসার চয়েজ ও এক পোটলা গাজাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
গত ২৩/১০/২৪ তারিখে ফুলবাড়ী থানার নবাগত ওসি মো. খন্দকার মহিব্বুল ইসলাম দায়িত্বে ভার গ্রহণ করার পর থেকে পুলিশ বাহিনীর ঐ গৌরব গাথা ঐতিহ্য বুকে লালন করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। গত ২৩/১০/.২৪ তারিখে থেকে ৩/১১/২৪ তারিখ পযন্ত নবাগত অফিসার ইনচার্জ মো. খন্দকার মহিব্বুল ইসলাম মাদক বিরোধী কঠোর অভিযান পরিচালনা করছেন। গত( ২ নভেম্বর) রাতে নবাগত ওসি মো. খন্দকার মহিব্বুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আজাদ, এসআই ফরিদসহ সঙ্গীফোর্স নিয়ে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুকুরিমোড় (আদিবাসিপাড়া) থেকে এই মাদকসহ আসামীদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন পুকুরি আদিবাসীপাড়ার বাসিন্দা রবিন হাসদার স্ত্রী মিনতি মার্ডি (৫২),আলাদিপুর ইউনিয়নের লালপাড়া গ্রামের মৃত মন্ড মুর্মুর ছেলে মুকুল মুর্মূ(২৭), বলিভদ্রপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে ফয়সাল হোসেন (৪৬), রাঙ্গামাটি বলিহরপুর গ্রামের মৃত অক্ষয় রায়ের ছেলে আকালু রায় (৪৮),কাজিহাল ইউনিয়নের দক্ষিন ভেড়ম গ্রামের রুহুল আমিন বাচ্চুর ছেলে ইউনুস আলী (২৫) জেল হাজতে প্রেরণ করেছে।
সেবনের দায়ে ৮ জন মাদকে প্রেফতার করেছে, ও ৯ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ ও ৭ জন ব্যক্তিকে ৫ শত টাকা জরিমানা করেছে। ১ জন ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর ও ওয়ারেন্ট মূলে ৫ জনকে প্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার মহিব্বুল ইসলাম বলেন,
মাদক মুক্ত করার জন্য ফুলবাড়ীতে কঠোর ভাবে অভিযান পরিচালনা করবেন ও সকল মানুষকে মাদক ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতার জন্য আহ্বান করেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Subscribe to get the latest posts sent to your email.