দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমালের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু, বেদদিঘী ইউনিয়নের চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউনিয়নের চেয়ারম্যান মো. মানিক রতন , উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীতা রায়, মহিলা
আরওপড়ুন …
বিষয় কর্মকর্তা, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জগদীশ মহন্ত , খয়ের বাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক, দৌলতপুরী ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, থানা প্রেসক্লাবের সভাপতি মো. আফজাল, বিজিবি প্রতিনিধিগণ। উপজেলা প্রশাসন নিত্যপূর্ণ দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে উপজেলা প্রশাসন কঠোরভাবে কাজ করে যাচ্ছে । এখন পর্যন্ত কোনো ভোক্তা অভিযোগ করেনি সামনে রমজানকে কেন্দ্র করে কঠোর ভাবে বাজার মনিটরিং চলবে উপজেলা প্রশাসনের। সাংবাদিকরা বলেন, ফুলবাড়ীতে মাদকের ছয়লাভ এমনকি অসাধু আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা রাতের অন্ধকারে মাদক ব্যবসায়িদের ধরে অর্থের বিনিময়ে ছেড়ে দিচ্ছে । রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কখনোই দুর্নীতি মুক্ত হবে না ।