মো. মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়িতে থানা পুলিশের চৌকস টিম মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করে প্রশংসায় ভাসছে।
২৪ ( ডিসেম্বর) ৪ টার সময় থেকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলামের নেতৃত্বে এসআই রেজাউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঢাকা মোড় অবস্থান করে। সেই সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি পুরাতন ৬ চাকা বিশিষ্ট চাল বোঝাই ট্রাক, যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ট-১৬-০৪১৭, ট্রাকটি ঢাকা মোড়ে আসলে অবৈধ মাদকদ্রব্য রয়েছে সন্দেহে ট্রাকটি আটক করে এবং ট্রাকটি তল্লাশি করে ট্রাকটির কেবিনের উপরে ছাউনিতে বিশেষ কায়দায় রাখা একটি কালো বড় ব্যাগ ও একটি অফিসিয়াল(ছোট) কালো ব্যাগ পলিথিন দ্বারা ঢেকে রাখা অবস্থায় পেয়ে গাড়ীর উপর থেকে নিচে নামিয়ে তল্লাশি করে বড় ট্রেচার কালো ব্যাগের ভিতরে ১৩৫ বোতল ও কালো অফিসিয়াল (ছোট) ব্যাগের ভিতরে ৬৪ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল দুটি ব্যাগে বিশেষ কৌশলে রাখা মোট ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটকৃতরা হলেন দিনাজপুর সদর সরকার পাড়া,গ্রামের শ্রী গনেশ চন্দ্রের ছেলে শ্রী মিলন চন্দ্র (২৪), ও বড়াইপুর মোল্লাপাড়া গ্রামের মোঃ আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ মাসুদ রানা (১৯)
অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম
বলেন। আটকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী তারা মালবাহী ট্রাকসহ বিভিন্ন পরিবহনে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে আসছিল। তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষার জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।