বকশীগঞ্জে সড়কের বেহাল দশা, কষ্টের শেষ নেই এলাকাবাসীর
মোঃ সাগর আলী
জেলা প্রতিনিধি
জামালপুরে বকশীগঞ্জ উপজেলায় দেখে বোঝার উপায় নেই এটি কোনো জেলার রাস্তা। খানা খন্দ আর বড় বড় গর্তে দীর্ঘদিন ধরে বেহাল দশা সড়কটির। প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয় সড়ক ব্যবহারকারী হাজার হাজার পথচারী ও যানবাহনের যাত্রী ও চালকদের। এমনকি প্রায়ই ঘটে যানবাহন উল্টে যাওয়ার মতো ঘটনাও। বকশীগঞ্জে গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা , বকশীগঞ্জ রৌমারির সংযোগ সড়ক নয়া পাড়া মোড় থেকে নঈম মিয়া বাজার, সারমারা বাজার , তারাটিরা বাজার হয়ে সানান্দবাড়ি বাজার পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কের বেহাল দশা। দীর্ঘদিনের সংস্কারের অভাবে এই সড়কের বেশিরভাগ স্থানের কার্পেটিং উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে ফলে সড়ক দিয়ে যানবাহনগুলো
চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। সেই সঙ্গে যাত্রীদের ও ঝুঁকির নিয়ে চলাচল করতে হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বেহাল দশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা নিয়েই যাত্রীরা সড়ক দিয়ে যাতায়াত করে। যানবাহনগুলোকে ছোট-বড় গর্ত এড়িয়ে চলতে হচ্ছে এঁকে বেঁকে এতে করে দুর্ঘটনায় শিকার হচ্ছে ।
বিশেষ করে সড়কটির নয়াপাড়া মোড় থেকে সূর্যনগর ,নঈম মিয়া বাজার, হাবিজুরের দোকান পর্যন্ত ৩কিলোমিটার সড়কের অবস্থা খুবই ভয়াবহ। আর নঈম মিয়া বাজার হয়ে সারমারা বাজার পর্যন্ত সড়কে কিছুটা চলাচলের উপযোগী আছে।সারমারা বাজার থেকে বাঁশতলি ,তারাটিয়া বাজার, সানান্দ- বাড়ি বাজার পর্যন্ত সড়কের বেহাল অবস্থা।
এলাকাবাসী জানান ,এ সড়কটি জামালপুর সড়ক ও জনপথ অধিদপ্তরে অধীনে এ সড়কের বেহাল দশা হওয়ার কারণ একটাই দীর্ঘদিন ধরে সড়কের সংস্কার না করা এবং সড়ক ও জনপথ বিভাগের তদারকি না থাকার কারণে এ গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা।
এবিষয়ে ২নং বগারচর ইউনিয়ন বিএনপি’র প্রধান সমন্বয়ক আশরাফুল ইসলাম শাহিন বলেন, বকশীগঞ্জ উপজেলা শহরের যাতায়াত করার অন্যতম প্রধান সড়ক এটি।আমি উপজেলা শহর থেকে প্রতিদিন নঈম মিয়া বাজারে ব্যবসার কারণে দিনে দুই-তিনবার যাওয়া আসা করি সড়কের অবস্থা খুবই খারাপ ,ঝুকি নিয়ে চলাচল করতে হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে কয়েকটি ইউনিয়নের অসংখ্যক মানুষ শহরে সরকারি হাসপাতাল, স্কুল – কলেজ, সরকারি অফিস আদালতে যাতায়াত করে ।
শুধু অটো ভ্যান,অটো গাড়ি, মোটরসাইকেল চলে না। সানান্দবাড়ি থেকে ঢাকা গামী যাত্রীবাহী বড় বাস ট্র্যাকসহ ছোট্ট বড় অনেক যানবাহন চলাচল করে। এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ, সড়কের প্রশস্থ না থাকার কারণে বড় বড় বাস ট্র্যাক ক্রসিং করতে খুব কষ্ট হয়। এ গুরুত্বপূর্ণ সড়কটি দূরত্ব প্রশস্থ ও সংস্কার করা আমাদের সকলের দাবি ।
নাজমুল হোসেন এক কলেজ শিক্ষার্থী বলেন, সড়কটির অধিকাংশ স্থানেই কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাই আমাদের জন্য এই সড়ক দিয়ে যাতায়াত করাটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিকল্প রাস্তা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। এলাকাবাসী দাবি করেছেন, সরকারের কাছে আবেদন দ্রুত রাস্তার কাজ যেন হয় ।