তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার :
বগুড়া এবং বগুড়ার আশপাশ জেলা গুলো আমন ধানের ভড়া মৌসুমে বৃষ্টির অভাবে লক্ষ লক্ষ একর জমি আমন ধান রোপনের অনুপযুক্ত হয়ে পড়েছে বিপাকে পড়েছে কৃষক
না পারছে চারা ধান রাখতে না পারছে জমি আবাদ করতে।
আরওপড়ুন ..
আমন ধান আবাদের ভড়া মৌসুমে বসে বসে বেকার সময় পার করছে কৃষক
কিছু কিছু জায়গায় শ্যালো মেশিন দ্বারা কিছু জমি আবাদের জন্য প্রস্তুতি নিলেও
বেশিরভাগ কৃষক বৃষ্টির আশায় অপেক্ষা করছে জমি আবাদ করতে যে পরিমাণ পানির দরকার তাতে সেজ দিয়ে পোষাতে পারছে না কৃষক
এতে করেও বেশি সময় আবাদের জন্য পিছিয়ে পড়ছে কৃষক