বগুড়ার নন্দীগ্রাম হাজার হাজার জনতার ভিড়ে মুখরিত বাসস্ট্যান্ড এলাকা
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকা আজ বিকেল ৩:৩০ ঘটিকায় হাজার হাজার জনতার ঢল,
সমস্ত বিকেল আনন্দে মুখরীতি ছিল নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকা,
সাবেক সংসদ সদস্য এমপি আলহাজ্ব মোশারফ হোসেন এর নেতৃত্বে হাজার হাজার জনতা জমায়েত নন্দীগ্রাম বাস স্ট্যান্ড এলাকা
এ সময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এমপি মোশাররফ হোসেন
নন্দীগ্রামে বিজয় মিছিল শেষে উপস্থিত হাজার হাজার নেতা-কর্মী ও জনতার উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মো: মোশারফ হোসেন। ঐ সময় নেতা-কর্মী ও জনতার উদ্দেশ্যে তিনি বলেন অতি উৎসাহী হয়ে কেউ যেনো কোন স্থাপনা, বাসা-বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠানসহ জান-মালের ক্ষতি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন ভিন্ন ধর্মাম্বলীরা যেনো নির্বিঘ্নে তাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারে সেদিকেও কঠোর দৃষ্টি রাখতে হবে। সর্বোপরি তাদের নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দেন।