তানসেন আলী মন্টু বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদর থানা গোদার পাড়া মাদ্রা সাতুল উলূমিশ শারাইয়্যাহ,হাফিজিয়া মাদ্রাসা গদার পাড়া বগুড়া, এর উক্ত মাদ্রাসার কাউকে কিছু না বলিয়া ১১ বৎসর বয়সের তৌফিক হাসান শুভ, পিতা মৃত- আব্দুর রহিম, গ্রামঃ বিষ্ণুপুর,থানা- নন্দীগ্রাম, জেলা – বগুড়া,তৌফিক হাসান শুভ নামের এক বালক কোথায় যেন চলিয়া যায়।
দীর্ঘ সময় অতিবাহিত হলেও মাদ্রাসায় ফিরে না আসায় হুজুর আবুল বাশার, তৌফিক হাসান শুভর মামাকে ফোন করে জানায় আপনার ভাগ্নে তৌফিক হাসান শুভ মাদ্রাসা থেকে সকাল সাতটার দিকে কোথায় যেন পালিয়ে গিয়েছে, তার মামা নিজ বাড়ি ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিলে শুভর খোঁজ না পেয়ে বগুড়া সদর থানায় একটি ডাইরি করেন।
হারিয়ে যাওয়ার ৭/১১/২০২৩ইং তারিখ থেকে আজতক পর্যন্ত কোন খোঁজ মিলে নাই, শুভর পরিবারে সন্তান হারিয়ে যাওয়ার শোকে দিশেহারা হয়ে পড়েছে পরিবার এবং আত্মীয়-স্বজন।
আরও পড়ুন …
যদি কোন সহদয় ব্যক্তি ওই তৌফিক হাসান শুভর খোঁজ পেলে, নিচে দেওয়া
পরিবারের মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো, মোবাইল নাম্বার – ০১৭৭৬৮৭৯৭৫৭ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।