তানসান আলী মন্টু বগুড়া জেলা প্রতিনিধ
বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে নন্দীগ্রাম উপজেলায় বিক্ষোভ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় তার কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল করে।
গতকাল রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ। মনোনীত প্রার্থীর নাম ঘোষণার পরপরই নন্দীগ্রাম উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। তারা প্রার্থী পরিবর্তনের দাবিতে স্লোগান দেয়।
পৌর শহরে বিক্ষোভে উপস্থিত ছিলেন বুড়ইল ইউপি সদস্য মহিদুল ইসলাম বাবু, আব্দুল সাত্তার, কামাল হোসেন, মো. জোহা, মহাতাব হোসেন, শাহ আলম, আজাদুল ইসলাম, আব্দুল করিম, ইয়াদুল হক, জহুরুল ইসলাম, এমদাদ হক প্রমুখ।
এ ব্যাপারে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। তৃণমুল পর্যায়ের কর্মী-সমর্থকদের বিশ্বাস ছিল আমিই মনোনয়ন পাব। কিন্তু আমি মনোনয়ন না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন দলীয় নেতাকর্মীরা।