মাহমুদুল হাসান শুভ কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
নতুন বই হাতে পেয়ে সকল শিক্ষার্থীদের মাঝে আন্দয় চোখে পড়া মতো বার বার নতুন বউ উল্টে দেখা নতুন বইয়ের গন্ধ নেওয়া বই গুলো পরম যন্ত্রসহকারে ছোট দুই হাতে বুকে চেপে ধরে আন্দয় প্রকাশ করে শিক্ষার্থীরা।
সোমবার (১ জানুয়ারী) এমন চিএ আমরা দেখতে পেরেছি কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বিদ্যালয়ে।
সকাল ১০. টার সময় সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল বই বিতরণ উৎসবে উদ্বোধন করেন এই স্কুলে প্রধান শিক্ষক আব্দুল মালেক রনু ও আরো সাথে ছিলেন সাংবাদিক এনামুল হক মণি সাংবাদিক মাহমুদুল হাসান শুভ।
এই স্কুলে প্রধান শিক্ষক বলেন নতুন বছরের নতুন মলাটে সকল শিক্ষার্থীর হাতে তুলা দেওয়া তাদের সে মনে মধ্যে যে আন্দয় বন্যা বইতেছে এটা বলে শেষ করতে পারবো না। তাদের এই আনন্দময় পরিবেশ দেখে আমার মোন এত খুশি তা বলে শেষ করতে পারবো না।
পরিশেষে অতিথিরা সকল ছাত্রছাএীদের হাতে বই তুলে দেন।
এই সময় সাংবাদিক এনামুল হক মণি বলেন তারা যেনো আনন্দময় পরিবেশে লেখাপড়া করে ডিজিটাল বাংলাদেশ গড়তে পারে। ও তারা যেনো সারা বছর আনন্দময় পরিবেশে লেখাপড়া করতে পারে। এই সময় সাংবাদিক মাহমুদুল হাসান শুভ বলেন নতুন বছরের নতুন বই শিক্ষার্থীর মাঝে তুলা ধরা একটা বিরল ঘটনা। বিশ্বের মধ্যে এই রকম ঘটনা খুবই কম দেখা যায় শুধু মাএ আমাদের ডিজিটাল বাংলাদেশ এই রকম পরিবেশ চোখে পড়ার মতো।
এই সময় আরো উপস্থিত ছিলেন এই স্কুলে সকল স্যার মেডামগণ তারাও অনেক কথা বলেন এই সময় ছাত্রছাএীদের উদ্দেশে।
নতুন বই পেয়ে ভিশন খুশি সকল ছাত্রছাএীরা তারা আমাদের বলেন আমরা আজ এমন খুশি তা বলে শেষ করতে পারবো না আজ আমাদের ঈদের দিন মনে হয়তেছে নতুন বই পেয়ে।
অভিভাবক তারাও আমাদের বলেন এই রকম আনন্দময় পরিবেশ বই উৎসব তাদের পড়াশোনা মান আরো উন্নয়ন করবে আমরা আশাবাদী।