বন্যায় রাস্তা ভেঙে যাওয়ায় দুর্ভোগে শিক্ষার্থীরা!
-মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সম্প্রতির বন্যায় রাস্তা ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীরা। এতে স্কুল শিক্ষার্থীরা স্কুলে যানযোগে স্কুলে যেতে পারছেন না।
জানা যায়, উপজেলার আদাউর ইউপির আদাউর গ্রামের আদাউর মোড় থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত দীর্ঘ ১ কিলো এলজিইডি রাস্তাটি স্থানে স্থানে ভেঙে পড়েছে। সেখানে রয়েছে লোকনাথ হাই স্কুল ও আদাউর প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে শিক্ষার্থীর সংখ্যা হাজারের অধিক। এছাড়া স্থানীয় ৪ গ্রামের বাসিন্দারা ওই রাস্তায় চলাচল করেন। স্থানীয় কবিলপুর,রুস্তমপুর,মাল্লা ও ধনকুড়া গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম ভোগান্তি পাচ্ছেন।
স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়া জানান, স্থানীয় উপজেলা প্রশাসনে এ নিয়ে আমরা একাধিক অভিযোগ দায়ের করেছি কিন্তু রাস্তায় মেরামতে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
স্থানীয় সমাজসেবক শামসুল আলম বাবুল জানান, আমার এলাকার মানুষ ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অনতিবিলম্বে রাস্তাটি মেরামত করা এখন সময়ের দাবি।
যোগাযোগ করা হলে মধুপুর এলজিইডি’র জেলা প্রকৌশলী প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা জানান, বিষয়টি খুবই দুঃখজনক আমরা খোঁজখবর নিয়ে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব।