বহরা ইউনিয়নের মহিলা মেম্বারদের বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউনিয়নের একজন পুরুষ মেম্বার সহ সকল মহিলা মেম্বারদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ১,২,ও ৩ নং ওয়ার্ড এর মহিলা মেম্বার মোছা: নাছরিন আক্তার স্বপ্না, ৪,৫ও৬নং ওয়ার্ড এর মহিলা মেম্বার আছমা আক্তার, ৭,৮ও ৯নং ওয়ার্ড এর মহিলা মেম্বার সেলিনা আক্তার, এবং ৬নং ওয়ার্ড এর পুরুষ মেম্বার মোঃ আব্দুল মান্নান এর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একাধিক ব্যাক্তি বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপরোল্লেখিত নামীয় মহিলা মেম্বার ও ওয়ার্ড মেম্বার বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে গর্ভকালীন ভাতা প্রদানের নাম করে ২ থেকে ৩ হাজার টাকা গ্রহন করেন।
কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও ভাতার টাকা না পেয়ে ভুক্তভোগী গন ইউনিয়নের চেয়ারম্যান বরাবর মৌখিক অভিযোগ করেন। কিন্তু ইউ’পি চেয়ারম্যান আলাউদ্দিন এ টাকা আদায় করতে ব্যার্থ হওয়ায় ভুক্তভোগীগন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করতে বাধ্য হন।
জানতে চাইলে অভিযোগ কারীগন প্রতিবেদককে বলেন, জনপ্রতিনিধিরা আমাদের সহজ সরল পেয়ে বিভিন্ন মিষ্টি কথায় ভুলিয়ে বড় ধরনের প্রতারণা করেছে। তাছাড়া আমরা যেন কোথাও কোন অভিযোগ না করি সে ব্যাপারে সতর্ক করেছে অন্যথায় আমাদের যে কোন ধরনের ক্ষতি করবে বলেও হুমকি দিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মেম্বারগন কোন সদুত্তর দিতে পারেন নি। অভিযোগের সত্যতা যাচাই করতে কথা হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন এর সাথে। তিনি প্রতিবেদককে বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন জন আমার কাছে অভিযোগ নিয়ে আসছিল। আমি অভিযুক্তদের সময়ে সময়ে ডাকছি জিজ্ঞাসাবাদ করার জন্য, এতে করে উনারা আমার উপর বিরক্ত।
জানতে চাইলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।