1. salmankoeas@gmail.com : admin :
বাংলাদেশের সবচেয়ে বড় ফাইবার ব্রডব্যান্ড কার্নিভাল ইন্টারনেট মাধবপুর শাখার শুভ উদ্ভোধন। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:

বাংলাদেশের সবচেয়ে বড় ফাইবার ব্রডব্যান্ড কার্নিভাল ইন্টারনেট মাধবপুর শাখার শুভ উদ্ভোধন।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩ Time View

বাংলাদেশের সবচেয়ে বড় ফাইবার ব্রডব্যান্ড কার্নিভাল ইন্টারনেট মাধবপুর শাখার শুভ উদ্ভোধন।

স্টাফ রিপোর্টার।।।

বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১’০ টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর সদরে ‘সায়হাম ফিউচার’ কমপ্লেক্স এর গ্রাউন্ড ফ্লোরে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি প্যানেল চেয়ারম্যান মোঃ আরজু মিয়া মেম্বারের সভাপতিত্বে এবং মোঃ আল-আমিন ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি এস,এফ, এ,এম শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান, সহকারি শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে সেকেন্ড অফিসার শাহানুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ডিএসবি রফিকুল ইসলাম, ডিএসবি শাহিদুল রহমান, গোলাপ খাঁন।

এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আল রনি সাবেক সভাপতি মাধবপুর প্রেসক্লাব , রুকন উদ্দিন লস্কর, আলমগীর কবির, মাসুদ লস্কর, শেখ জাহান রনি, সোহাগ মিয়া, তোফাজ্জল হোসেন চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি মাধবপুর উপজেলা প্রেসক্লাব , জুলহাস উদ্দিন রিংকু, রিংকু দেবনাথ, তন্ময়, গউস, চাঁদ সুলতানা চৌধুরী শাবানা সহ প্রমুখ।

উদ্ভোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় স্মার্ট বাংলাদেশ বিনীর্মানে নেটওয়ার্কিং সেবায় গুনগত মান বজায় রাখার ক্ষেত্রে প্রতিযোগিতা মূলক ব্যবসাকে সাধুবাদ জানিয়ে প্রধান অতিথি এস,এ,এফ,এম শাহজাহান বলেন, তথ্যপ্রযুক্তির যুগে কেউ যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার করতে না পারে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।

জানতে চাইলে ব্রডব্যান্ড কার্নিভাল ইন্টারনেট এর মাধবপুর উপজেলার উদ্যোক্তা ও সত্বাধীকারী সাংবাদিক কয়েস আহমেদ সালমান বলেন, ইন্টারনেটের ধীরগতির কবল থেকে মুক্তি দিয়ে গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের মাধ্যমে মাধবপুর উপজেলার সকল গ্রাহকদের মন জয় করাই ব্যবসা পরিচালনার মুল লক্ষ্য। তবে তিনি দুষ্কৃতকারীদের হাত থেকে ব্যবসা প্রতিষ্ঠান কে রক্ষা করতে জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

এর আগে প্রধান অতিথি সহ অন্যানরা ফিতা ও কেক কেটে বাংলাদেশের সবচেয়ে বড় ফাইবার ব্রডব্যান্ড কার্নিভাল ইন্টারনেট এর মাধবপুর শাখার শুভ উদ্ভোধন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আপনার প্রতিষ্টানের বিশ্বব্যাপি প্রচারের জন্য বিজ্ঞাপন দিন

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com